যৌন হয়রানি : রিমান্ড শেষে কারাগারে ভিকারুননিসা শিক্ষক মুরাদ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:১০ পিএম

যৌন হয়রানি : রিমান্ড শেষে কারাগারে ভিকারুননিসা শিক্ষক মুরাদ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের যৌন হয়রানির মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিকালে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবী কারাগারে চিকিৎসার একটি নির্দেশনা চেয়ে আবেদন করেন। আদালত কারাদি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গত ২৭ ফেব্রুয়ারি মুরাদকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সেদিনই ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

একই দিনে সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টার ভর্তি করা হয়। কোচিং এ পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিং এ পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরো কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।

Link copied!