জানুয়ারি ২০, ২০২৫, ০৪:০৯ পিএম
শেখ হাসিনা দিল্লি থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার, ২০ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বৃক্ষরোপন কর্মসূচি শেষে রিজভী বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। শেখ হাসিনার আমলে উন্নয়নের নামে বৃক্ষনিধন করা হয়েছে।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, ‘এখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে ফ্যাসিবাদের কার্যালয় বানিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
দেশে ফ্যাসিবাদী শক্তির যেন আবারও পুনরুত্থান না হয়, সেজন্য সবার মধ্যে নূন্যতম ঐক্য বজায় রাখার আহবান জানান রিজভী।