আগস্ট ৬, ২০২৪, ১০:০০ পিএম
শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে এই মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।”
এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রিজভী।