সংসদে প্রথমবারের মতো বক্তব্য দিলেন সোলায়মান সেলিম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:০১ পিএম

সংসদে প্রথমবারের মতো বক্তব্য দিলেন সোলায়মান সেলিম

সংসদে বক্তব্য রাখছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম।

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. সোলায়মান সেলিম।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিন অধিবেশন শুরু হয় বিকেল ৪টা ৪৭ মিনিটে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার ওপর অর্পিত আস্থার কারণে ঢাকা-৭ আসনে নৌকা নিয়ে প্রাপ্ত ভোটের ৮৮  শতাংশ ভোটে জয়লাভ করি। জাতীয় সংসদের রাজধানী ঢাকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ আমি পেয়েছি।  

ঢাকা-৭ আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঢাকা-৭ আসনের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাদের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে।

এর পাশাপাশি আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সোলায়মান সেলিম তার পিতা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের কথা স্মরণ করে বলেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করে নির্যাতিত হন ‍তিনি। ২২৯টি মিথ্যা মামলায় জর্জরিত হন, বারবার কারাভোগ করেন। এত নির্যাতিত হওয়ার পরও এখনো তিনি পুরান ঢাকার মানুষের ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন। এখনো তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে রাজপথে সক্রিয় রয়েছেন। তার ডাক অনুসরণ করে আমি আমার রাজনীতির জীবন শুরু করি। তার কাছ থেকে শিখেছি কিভাবে মানুষের সেবা করতে হয় কিভাবে সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হয়।

তিনবারের সংসদ সদস্য হাজী সেলিমের অসুস্থতার কথা জানিয়ে দোয়া কামনা করে সোলায়মান সেলিম বলেন, অনেক কথা উচ্চারণ করতে না পারলেও দুটি কথা সব সময় বলতে পারেন। একটি আল্লাহ এবং অপরটি আপা। আমি সকলের কাছে দোয়া কামনা করি, আমার বাবা যেভাবে সুখে দুঃখে জনগণের পাশে ছিল । জনগণের জন্য দেশের জন্য এলাকার জন্য যেভাবে কাজ করে গেছে। আমিও যেন তার মতো কাজ করে যেতে পারি।

এ সময় সেলিম পুত্র বলেন,  রাষ্ট্রপতি তার আনীত বক্তব্যে বলেছিলেন, জয় হয়েছে জনগণের, জয় হয়েছে দেশের, জয় হয়েছে গণতন্ত্রের। এবং বলেছিলেন ভবিষ্যতে আমাদের আরও কঠিন সমস্যা মোকাবিলা করতে হতে পারে। 

Link copied!