ভারতীয় চাদর ছুড়ে মারার ব্যাখ্যায় রিজভী

‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করেছি’

জাতীয় ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ০৯:৫০ এএম

‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করেছি’

দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে নিজের ব্যবহার করা ভারতীয় চাদর ছুড়ে মারেন রুহুল কবির রিজভী। গতকালের ছবি (সংগৃহীত)

ভারতীয় পণ্য বর্জন করছে বিএনপিসহ ৬৩ দল। তাতে সংহতি জানিয়ে গতকাল বুধবার নিজের গায়ে থাকা ভারতীয় চাদর ছুড়ে ফেলে সমালোচনার পাত্র বনেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত কর্মীরা সেই চাদরে আগুন ধরিয়ে দেন। এ ঘটনা নিয়ে খোদ বিএনপি নেতাকর্মীদের মধ্যেই সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য।

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপির অনেক নেতাই ভারত বিরোধী মন্তব্য করে আসছেন। নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল কিনা- সরকার পতনের এক দফা আন্দোলনে সেটা নিয়ে প্রশ্নও তুলেছে বিএনপি। কিন্তু হঠাৎ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিবের ভারতীয় চাদর ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা বিব্রত করেছে দলের কর্মীদের। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এটা (রুহুল কবির রিজভীর ভারতীয় চাদর ফেলে দেওয়ার ঘটনা) বিএনপির অবস্থান কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।’

তবে বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এর ব্যাখ্যা দিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছি। আমি নিজের চিন্তা থেকে ভারতীয় চাদর ছুড়ে ফেলেছি।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে আমরা যৌক্তিক মনে করি। সে কারণে সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’

‘ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে ৬৩ দল’
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্য বর্জনের সমর্থনে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

সংবাদ সম্মেলন শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে নিজের ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দেন রুহুল কবির রিজভী। তখন সেখানে উপস্থিত কর্মীরা সেই চাদরে আগুন ধরিয়ে দেন।

বুধবারের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘এটি বুঝতে পেরে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন। এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিজভী দাবি করেন, বিএনপিসহ ৬৩ দল ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করছে।

Link copied!