নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৫, ০৫:০১ পিএম

নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথ- এটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সে জন্য কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে।”

রবিবার, ০২ মার্চ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, “যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়।”

“সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে (নির্বাচনের) দিকে যাচ্ছি কী-না”, যোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “কারণ নির্বাচন যত দীর্ঘায়িত হবে গণতন্ত্র উন্নয়নের যাত্রাপথটা তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে। এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা।”

“সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটিই হচ্ছে আমাদের প্রস্তাব”, বলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, “যে সমস্ত প্রস্তাবগুলি নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ওপর একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করবো। সরকার একই সাথে যেন নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ প্রদান করে।”  

Link copied!