মন্ত্রিসভায় নতুন মুখে চমক, রয়েছে টেকনোক্রেট

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৪, ১০:২০ পিএম

মন্ত্রিসভায় নতুন মুখে চমক, রয়েছে টেকনোক্রেট

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

নতুন মন্ত্রিসভায় রয়েছে বেশ কিছু চমক। মন্ত্রিসভায় নতুন মুখের মধ্যে টেকনোক্রেট থেকেও পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। 

মন্ত্রিসভায় নতুন মুখ যাদের  

আব্দুস শহীদ: মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত প্রার্থী। এর আগে তিনি জাতীয় সংসদের চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী: তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। টানা তিন মেয়াদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছিলেন। 

মো. আব্দুর রহমান: ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। 

ড. সেলিম মাহমুদ: চাঁদপুর-১ থেকে নির্বাচিত। তিনি বর্তমান সরকারের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামন্ত লাল সেন: টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী হচ্ছেন সামন্ত লাল সেন। তিনি একজন বাংলাদেশি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেজর জেনারেল (অব.) আবদুস সালাম: তিনি ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

সাবের হোসেন চৌধুরী:  ঢাকা-৯ থেকে নির্বাচিত সাবের হোসেন চৌধুরী দুই দফায় উপমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে বিগত দুই মন্ত্রীসভায় তিনি দায়িত্ব পাননি।
জাহাঙ্গীর কবির নানক:  ঢাকা ১৩ থেকে নির্বাচিত জাহাঙ্গীর কবির নানক বিগত ২ মন্ত্রীসভায়ও ছিলেন না। ২০০৯ সালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে প্রথমবারের মত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ৬ জন।

বেগম সিমিন হোসনে (রিমি) গাজীপুর ৪ আসন থেকে নির্বাচিত হন। তিনি দায়িত্ব পাচ্ছেন প্রতিমন্ত্রীর। ঢাকা ১৭ আসনের নির্বাচিত মোহাম্মদ আলী আরাফাত পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এদিকে পটুয়াখালী ৪ আসনের নির্বাচিত মুহিব্বর রহমান মুহিব, খাগড়াছড়ি থেকে নির্বাচিত কুজেন্দ্র লাল ত্রিপুরা, গাজীপুর ৩ আসন থেকে নির্বাচিত বেগম রুমানা আলী, টাঙ্গাইল ৬ আসন থেকে আহসানুল ইসলাম টিটু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Link copied!