দ্বাদশ জাতীয় সংসদ

স্থানীয় সরকারেই থাকলেন তাজুল ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৪, ০৭:৪৭ পিএম

স্থানীয় সরকারেই থাকলেন তাজুল ইসলাম

মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও মন্ত্রিসভায় কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

৭ জানুয়ারির নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো জয় পান তাজুল ইসলাম।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।গত সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

বিগত জাতীয় সংসদের মেয়াদগুলিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়পরিকল্পনা মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় কমিটি কমিটিতে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

Link copied!