ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’– এই কথাটি মনের অজান্তে বলে ফেলেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তার এই ‘অজ্ঞানতাবশত’ উল্লিখিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার, ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’– এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরণের বক্তব্যের জন্য দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতা-কর্মীদের কোন সম্পর্ক নেই। অজ্ঞানতাবশত উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘গত দুই-তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। তারা বলছে-শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই– বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তাঁর নামটি উচ্চারণ করতে হলে ওজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা-নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’
বরকত উল্লাহ বুলুর এই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়। প্রতিপক্ষ রাজনৈতিক দল ছাড়াও বিএনপির সমর্থকেরা পর্যন্ত এই বক্তব্যের সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সংবাদ বিজ্ঞপ্তিটি ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজেও প্রকাশিত হয়।