তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৫৩ এএম

তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের রংপুর বিভাগে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে। 

মঙ্গলবার তিনটি জেলায় তিস্তা নদীর ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খবর বিবিসি বাংলা।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারেক রহমান বিএনপির সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন।

লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে একসঙ্গে শুরু হওয়া এই কর্মসূচি রাতে শেষ হবে।

সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে।

অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে সোমবার একটি সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Link copied!