ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র পুনরুদ্ধার: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:১৯ পিএম

ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র পুনরুদ্ধার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করে প্রতিষ্ঠিত করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি চত্বরে পৌর বিএনপির কম্বল বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন তিনি। খবর দ্য ডেইলি স্টার বাংলা অনলাইন। 

মির্জা ফখরুল বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠাই দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র পথ। জনগণের দ্বারা নির্বাচিত সংসদের মাধ্যমে দেশ পরিচালনা করা ছাড়া এর থেকে বেরিয়ে আসতে বিকল্প কোনো পথ আছে বলে আমার ধারণা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গণহত্যা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিএনপিতে তাদের কোনো স্থান নেই।

উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে অপ্রতুল বলেও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা ভেবেছিলাম শীতপ্রবণ এই এলাকায় সরকারিভাবে পর্যাপ্ত গরম কাপড় বিতরণের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এখনও স্থানীয় প্রশাসনের গরম কাপড় বিতরণের তেমন উদ্যোগ দেখা যায়নি।

বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক আদনান প্রমুখ।

Link copied!