গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৪, ০৯:৫২ এএম

গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয় থেকে সাসেক দুই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওয়ে ওভারপাস, সাতটি ওভারপাস ও একটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: এলেঙ্গা-রংপুর মহাসড়কে ৮ ওভারপাস ও ২ সেতু উদ্বোধন

একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২-এর উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন,‘চীন ও ভারত সীমান্তের কাছে চিন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফের একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সঙ্গে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ভারতের মিজোরামে বম জনগোষ্ঠী থাকার প্রসঙ্গ সাংবাদিকেরা তুললে সেতুমন্ত্রী বলেন, ‘মিজোরামের সঙ্গে সম্পর্ক আছে- ঠিক জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন থেকে মদদ দেওয়া হতে পারে। এখন তদন্ত চলছে। সব সত্যই বেরিয়ে আসবে।’

Link copied!