এই বাজেট গুটিকয়েক অলিগার্কদের জন্য: আমীর খসরু

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৪, ০৭:২৩ পিএম

এই বাজেট গুটিকয়েক অলিগার্কদের জন্য: আমীর খসরু

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী

গুটিকয়েক অলিগার্কদের জন্য এই বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৭ জুন) প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সময় এই ‘অনির্বাচিত’ সরকারের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।

বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাজেট হলো বাংলাদেশের গুটিকয়েক অলিগার্কদের ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার সুযোগ নেই এখানে।”

বিএনপি নেতা আমীর খসরু বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “যেখানে একটা অনির্বাচিত সরকার, যাদের বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই। কারণ তারা কোনো নির্বাচিত সরকার না, এই ব্যাপারে কারও মনে সন্দেহ নেই।”

আমীর খসরু বলেন, “একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয়। বাংলাদেশের এখন রিসোর্স কী আছে? ব্যাংক খালি, বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গেছে এখন? এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে।”

বিএনপির এই নেতা বলেন, “ব্যাংকিং সেক্টর খালি করে ফেলেছে, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ। মানে যে রিসোর্সগুলোর ওপর ভিত্তি করে বাজেট হয়, আজ বাংলাদেশে সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার, অন্যদিকে চুরি, দুর্নীতি ও বিদেশে পাচারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলেছে।”

Link copied!