টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৩:১৬ পিএম

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।  টিআইবি সব সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন রেজিস্ট্রেশন ছাড়া একটা প্রতিষ্ঠানের সড়ক দুর্ঘটনার ফলাফল কিছু মিডিয়া ফলাও করে। টিআইবিও এরকম। তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগের এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিলো। আমরা একটা রণ কৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে, এমন না।

সব রাজনৈতিক দলের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে। দলের ভেতরের দ্বন্দ্ব মোকাবিলা করে বার বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

বিরোধী দল প্রসঙ্গে কাদের বলেন, সংসদের ফ্লোরে দেখতে পারবেন বিরোধী দল কে হবে। বিএনপির হরতাল অবরোধ রাজনীতির মরচে ধরা হাতিয়ার। রিজভী প্রতিদিন কত কথাই বলেন, সব কিছু মামলা করে হয় না।

উল্লেখ্য, গতকাল বুধবার ‍‍`দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং‍‍` শীর্ষক সংবাদ সম্মেলন করে টিআইবি। এতে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সেখানে সংস্থাটি বলে, এবারের নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। এ নির্বাচন দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। টিআইবি বলে, ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলেও বেশির ভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না ২৪১টি আসনের ভোট। আজ টিআইবির বক্তব্যের বিষয়েই প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।

Link copied!