যেকোনো সময়ে, যেকোনো জায়গায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সুপার টুয়েসডেতে প্রার্থিতা নিশ্চিতের পর ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য যেসব বিষয় অপরিহার্য, সেগুলো নিয়ে জো বাইডেন ও আমি বিতর্ক করবো। দেশের ভালোর জন্য এটা গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বাইডেনকে নির্বাচনী বিতর্কের এই আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের বিতর্কের চ্যালেঞ্জের জবাবে এখনও মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দুইবার বিতর্কের মুখোমুখি হয়েছিলেন দুজন। এর মধ্যে প্রথম বিতর্কটি ট্রাম্পের চিৎকার-চেঁচামেচিতে বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আর দ্বিতীয় বিতর্কটি বাতিল করা হয়েছিল। কারণ করোনাভাইরাস মহামারির কারণে ওই বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করা হয়েছিল। আর ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে রাজি হননি ট্রাম্প।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প যে প্রার্থী হচ্ছেন, তা বলতে গেলে প্রায় নিশ্চিত।