উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অভিযোগ রিজভীর

জাতীয় ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৭:৩৩ পিএম

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অভিযোগ রিজভীর

আলোচনা সভায় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

গতকাল শনিবার কুমিল্লা সিটি নির্বাচনে সংঘর্ষ ও সুপ্রিম কোর্টে তুলকালামের ঘটনায় বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের ব্যাপক সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিকে কেন গ্রেপ্তার করা হলো না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অভিযোগও করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন রিজভী বলেছেন, ‘নির্বাচনে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে। কিন্তু আটক করা হয় বিএনপির লোকজনকে। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও তাই হয়েছে।’

রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার, সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই।’

‘দেশে এখন একটা পরিবারের জমিদারি চলছে’
সভায় রিজভী বলেন, ‘দেশে এখন একটা পরিবারের জমিদারি চলছে। দেশ শেখ পরিবারের রাজতন্ত্রে পরিণত হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি উল্লেখ করেন, ‘গতকাল (শনিবার) আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। অহংকারের মাত্রা ও ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে। সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন। অথচ গ্রেপ্তার করা হয়েছে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু যুথিকে কেনো আটক করা হলো না?’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্টের মতো জায়গায়ও তারা ভোটের অধিকার কেড়ে নিলো, ফল কেড়ে নিলো। সেখানে রেজাল্ট জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির ফুল প্যানেল বিজয়ী হতো।’

প্রসঙ্গত, গতকাল শনিবার কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মহানগর ছাত্রলীগ নেতাকে অভিযুক্ত করা হলেও গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের এক নেতাকে। অন্যদিকে গত শুক্রবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শেষে ভোটগণনাকে কেন্দ্র করে তুলকালাম হয়, সেই ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী বিএনপি নেতা রুহুল কুদ্দুসকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

Link copied!