যুক্তরাষ্ট্র নিজেদের চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত, বাংলাদেশের দিকে নজর দেয়ার সময় কোথায়: কাদের

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০১:১৩ পিএম

যুক্তরাষ্ট্র নিজেদের চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত, বাংলাদেশের দিকে নজর দেয়ার সময় কোথায়: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইসরাইল যুক্তরাষ্ট্রের দুষ্ট ছেলে। এটা নিয়ে বিপদে আছে। বাইডেনের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দিয়ে ইসরাইল যুদ্ধ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেদের চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত। বাংলাদেশের দিকে নজর দেয়ার সময় কোথায়?’

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির বন্ধু দেশেও আছে বিদেশেও আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে, কর্মীদের মাঠে নামিয়ে জেলায় জেলায় পিকনিক করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিক পুলিশের ওপর হামলা চালালো। বাইডেনের উপদেষ্টা নাটক করেছে। এখন আর কি দেখবো।’

‘বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, এখন আন্দোলনেও ব্যর্থ। দল হিসেবে তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে। এখন তারা আন্দোলন সফল হওয়ার সান্ত্বনা নিয়ে বেঁচে থাকুক,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!