কুমিল্লা-ময়মনসিংহে ভোটগ্রহণ শেষ, চলছে ভোটগণনা

জাতীয় ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ১০:৩৭ এএম

কুমিল্লা-ময়মনসিংহে ভোটগ্রহণ শেষ, চলছে ভোটগণনা

ছবি: সংগৃহীত

ইভিএম নিয়ে বিড়ম্বনা, কুমিল্লায় সংঘর্ষ ও গোলাগুলির মধ্য দিয়েই কুমিল্লা ও ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ শেষ হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত। এরপরই শুরু হয় ভোটগণনা। এখন শুধু ফল ঘোষণার অপেক্ষা।

ময়মনসিংহ সিটিতে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে অনুষ্ঠিত হয়েছে উপনির্বাচন। দুই সিটিতেই ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

কুমিল্লায় মোট ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮। অন্যদিকে ময়মনসিংহে সিটিতে ভোটার ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

একই দিন দুই সিটি ছাড়াও ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হয়েছে।

পৌরসভার শূন্যপদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন ১৯০টি ও জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।

ভোটকেন্দ্রে গোলাগুলি, ছাত্রদল নেতা আটক
কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করার এ ঘটনায় মহানগর ছাত্রলীগের এক নেতাকে অভিযুক্ত করা হলেও পুলিশ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহসীন বাহার ও নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দুজন আহত হন।

গুলির এ ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আবু সুফিয়ান অন্তুকে (২৭) রাজাপাড়ায় তার বাসার সামনে থেকে আটক করা হয়।

এদিন দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। তবে আটক অন্তুর মায়ের দাবি, সংঘর্ষের ঘটনায় তার ছেলে জড়িত নয়। অন্তু সেসময় বাড়িতে ছিল।

Link copied!