ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই: নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৫, ১২:৪২ পিএম

ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ট্যাগ দিয়ে হেনস্তার রাজনীতি থেকে বের হওয়ার প্রত্যয় জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়গুলোয় দাড়ি-টুপি বা মুসলমানের চিহ্ন থাকলে শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। হিজাবনিকাব পরা থাকলে তাঁদের ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই। কোনো ধরনের ট্যাগিং যাতে না চলে, রাজনৈতিক ট্যাগ দিয়ে যাতে কাউকে হেনস্তা না করা হয়, এমন বিশ্ববিদ্যালয় চাই।’

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পদযাত্রা ও পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার আয়োজিত এ সভায় শিক্ষার্থীসহ আশপাশের সাধারণ মানুষও অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোয় গণতান্ত্রিক সহাবস্থান থাকবে, মতপ্রকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সামাজিকরাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে।’

গণঅভ্যুত্থানের ইতিহাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যাই, তখন ভুলে যাই যে আমরা রাজনৈতিক দল। মনে হয় আমরা আপনাদের সঙ্গের সেই সহযোদ্ধা। আমরাও ছাত্র, আমরাও শিখতেছি। জাতীয় নাগরিক পার্টির কথার থেকেও আমরা গণ-অভ্যুত্থানের গল্পটা মূলত বলতে এসেছি।’

সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী এবং এখনো আছে। আমরা গণ-অভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। মানুষের জীবনের পরিবর্তন আনবে গণঅভ্যুত্থান, রাষ্ট্রকাঠামোর সংস্কার আনবে। এই গণ-অভ্যুত্থানের প্রধানতম লেজিটেমিসি হচ্ছে ছাত্ররা ও বিশ্ববিদ্যালয়গুলো।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মতপ্রকাশের অধিকারের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং অধিকারের জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হোন, আপনাদের (শিক্ষার্থীদের) দাবির সঙ্গে আমরা আছি।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক তানভীর মণ্ডল, ইয়াসিরুল কবীর, গোলাম রব্বানী, সায়েম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!