বর্হিবিশ্বে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৭:১৮ পিএম

বর্হিবিশ্বে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৪০ পারসেন্টকে আমরা কম মনে করি না, বহু দেশে ২৫/৩০ পারসেন্ট ভোট পড়ে । ৪০ পারসেন্ট গুড স্ট্যান্ডার্ড ।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সকাল ৮টা থেকে ভোট দিয়েছেন। পৌষের শীত উপেক্ষা করে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা সাংবাদিকদের মাধ্যমে লক্ষ্য করেছি। জনগণ নির্বিঘ্নে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‍‍‘জনগণের বিজয়‍‍’  উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র বলে কিছু নেই। আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ-সন্ত্রাস করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। 

Link copied!