এবার ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ জয়নুল আবেদীনের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০৬:৩০ পিএম

এবার ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ জয়নুল আবেদীনের

ছবি: সংগৃহীত

এবার ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধে কোথায় অংশ নিয়েছিলেন- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদীন ফারুক। গত ২৫ মার্চ বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, ‘তাদের (বিএনপির) জন্যই গণহত্যা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তাদের দালালির কারণেই পাকিস্তানের কাছ থেকে ন্যায্য পাওনা বুঝে পাইনি আমরা।’

এবার খোদ ওবায়দুল কাদেরকেই প্রশ্নের জালে বেঁধে ফেললেন জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন- সেই নামটি বলেন। আমাকে এবং আমার দলের মেজর হাফিজ, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি? আপনি কোথায় করেছেন বলতে পারলে আর সমালোচনা করবো না।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। সরকার যতই টালবাহনা করুক, প্রতিবেশী দেশের ওপর ভর করুক না কেন, শেষ রক্ষা হবে না।’

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির এই নেতা ‘ভারতীয় পণ্যের বিরোধিতা বিএনপি করতেই থাকব ‘ বলেও হুঁশিয়ারি দেন।

Link copied!