আগস্ট ৮, ২০২৩, ০১:২৩ পিএম
করোনা মহামারীকালে যখন সব মানুষ ঘরবন্দী তখন ‘হোম অফিস’ ধারণার বিপ্লব ঘটায় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। লকডাউনে সব অফিস বন্ধ থাকলেও ‘হোম অফিস’-এর মাধ্যমে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-অফিসের সব কাজ চলতে থাকে জুমে। এবার জুম তাদের কর্মচারীদের সশরীরে অফিসে আসার নির্দেশ দিয়েছে।
কোভিড-১৯ এর কারণে লকডাউন বা জনসমাগম যখন কমিয়ে দেয়া হয় তখন অনেক অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মিটিং ও কার্যক্রম পরিচালনা করার কাজে জনপ্রিয় হয়ে ওঠে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম।
সে সময় জুম ব্যবহার করে অফিসিয়াল কাজ ও শ্রেণিকক্ষের কাজ সবকিছুই চলেছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা থেকে অফিসে-শ্রেণিকক্ষে সবাই ফিরে গেলেও কিছুটা দেরিতে কর্মীদের অফিসে ফিরতে নির্দেশ দিলো জুম।
অফিসের ৫০ মাইলের মধ্যে বসবাসরত কর্মচারীদের অফিসের সময়সূচি অনুযায়ী সপ্তাহে অন্তত দুই দিন হলেও সশরীরে অফিসে হাজির হতে কর্মীদের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।