নভেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৪, ০৭:০৩ এএম

নভেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম

ফাইল ছবি

আগামী ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজিত “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টে অংশ নেবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম। 

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টটি আয়োজন করছে “ট্রিপল টাইম কমিউনিকেশন”। 

আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান “কুচ ইস তারহা” গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ। 

ট্রিপল টাইম কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করা হলে, কনসার্টে আতিফ আসলামের গাওয়ার বিষয়টি স্বীকার করেন তারা। তবে বাকি শিল্পীদের নাম জানা যায়নি। 
জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী। 

উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।

Link copied!