স্ত্রীর অসুস্থতা নিয়ে চিন্তায় সব্যসাচী

শোবিজ ডেস্ক

জুন ১১, ২০২৪, ১১:০৭ এএম

স্ত্রীর অসুস্থতা নিয়ে চিন্তায় সব্যসাচী

সব্যসাচী চক্রবর্তী

স্ত্রীর অসুস্থতা নিয়ে চিন্তায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। ভারতীয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী সম্প্রতি স্টার জলসায় প্রচারিত ‘হরগৌরী পাইস হোটেল’ নামে একটি ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করেছেন। কিছুদিন আগে হঠাৎ অভিনয় থেকে সরে আসায় টালিউডে গুঞ্জন রটেছিল, সব্যসাচীর স্ত্রীর স্তন ক্যান্সার হয়েছে। এবার প্রবাদপ্রতীম অভিনেতা সব্যসাচী নিজেই স্ত্রীর ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সব্যসাচী জানান, “পাঁচটি কেমো থেরাপি সেশন খুব ভালোভাবেই হয়েছে। (আগামী সপ্তাহের) সোমবার আরেকটা কেমো থেরাপি হবে। কেমো থেরাপি শেষ হলে শুরু হবে রেডিও থেরাপি। চলতি বছর অস্ত্রোপচারের পর মার্চ থেকে চলছে কেমো।”

ফেলুদা গোয়েন্দা সিরিজের এই অভিনেতা নিজেও বেশ অসুস্থ। চলতি বছর মার্চেই বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমের খবরে উঠে আসে, রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন এই তারকার। সঙ্গে সঙ্গে তাকে বাইপাস সার্জারির জন্য বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা জানান, তার হার্টে ব্লক ধরা পড়েছে। এরপর পেসমেকার বসানো হয়।

অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে ১৯৮৬ সালে বিয়ে করেন ফেলুদা-খ্যাত এই অভিনেতা। এরপর ১৯৮৭ সালেই তাদের বড় ছেলে গৌরবের জন্ম ও ছোট ছেলে অর্জুনের জন্ম হয় ১৯৯০ সালে। অভিনেতা হিসেবে তারা কেউই কারও থেকে কম নন। ২০১৬ সালের মার্চে অর্জুন ও ২০১৭ সালে গৌরব বিয়ে করেন। অর্জুনের স্ত্রী সৃজা ও গৌরবের স্ত্রী ঋদ্ধিমা। অর্জুনের সংসারে আছে এক মেয়ে। অভিনয়ের বাইরে নাতি-নাতনি ও পুরো পরিবারের সঙ্গে সময় যাপনেই কেটে যায় সব্যসাচী-মিঠু দম্পতির সায়াহ্ন বেলা।

সূত্র: টিভি৯ বাংলা, জি-নিউজ

Link copied!