এবার আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৩:৩৩ পিএম

এবার আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশকে খেলতে হবে ৩টি ম্যাচ। আর সে ম্যাচ তিনটি ওমানে। অবশ্য এর আগে বাংলাদেশ ২টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। শ্রীলংকার পর এবার আবুধাবিতে আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের একাদশটি। ৩৩ রানে জিতেছে আয়ারল্যান্ড। 

চোট শঙ্কায় মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেননি। তবে লিটন ছিলেন অধিনায়ক। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। ডিলানি ৫০ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন। তাসকিন ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। মোস্তাফিজ ৪০ ও শরিফুল ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ভাল করেনি বাংলাদেশ। নুরুল হাসান ৩৮ ও সৌম্য ৩৭ রান করেছেন। এছাড়া মুশফিক ৪, নাইম ৩ ও লিটন ১ রান করেছেন। বাংলাদেশ ১৪৪ রানে অলআউট হয়েছে।

এখন আবুধাবি থেকে বাংলাদেশ ক্রিকেট দল আবার ওমানের মাসকটে ফিরে যাবে। সেখানে বিশ্বকাপের তিনটি বাছাই ম্যাচ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ।  

Link copied!