২০১৯-২০ মৌসুমে ফাইনালে হার। পরেরবার সেমি-ফাইনাল থেকে বিদায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত দু’টি মৌসুমে খেতাব জয়ের আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল পিএসজি’কে। চোখের জলে মাঠ ছেড়েছিলেন নেইমার-এমবাপ্পেরা। তাই অধরা মাধুরী স্পর্শের জন্য বার্সেলোনা থেকে মেসিকে নিয়ে আসেন ক্লাব কর্ণধার ধনকুবের নাসের আল-খেলাফি। আর্জেন্টাইন মহাতারকার অন্তর্ভুক্তিতে নতুন করে ইউরোপ সেরার স্বপ্ন দেখছেন পিএসজি সমর্থকরা। গ্রুপ পর্বে রানার্স হয়েই শেষ ষোলোয় পৌঁছায় প্যারিসের ক্লাবটি। তবে নক-আউটের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে মরিসিও পোচেত্তিনো-ব্রিগেড। প্রি কোয়ার্টার-ফাইনালে পিএসজি’র প্রতিপক্ষ টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে সফল দল রিয়াল মাদ্রিদ। আজ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগে মাঠে নামবে দু’দল।
বাংলাদেশ সময় রাত ২টায় খেলাটি শুরু হবে। আর সনি টেন ২ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ম্যানচেস্টার সিটি ও স্পোর্টিং লিসবনের শেষ ষোলোর প্রথম লেগটিও আজ। একই সময় শুরু হবে। সনি টেন ১ এই ম্যাচটি সম্প্রচার করবে।
চ্যাম্পিয়ন্স লিগের আসরে অতীতে মোট ছ’বার মুখোমুখি হয়েছে রিয়াল ও পিএসজি। তিনবার জয়ের স্বাদ পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। মাত্র একবার জিতেছে পিএসজি। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে মঙ্গলবার ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করবে প্যারিসের দলটি। আপফ্রন্টে মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীকে রোখাই বড় চ্যালেঞ্জ রিয়াল কোচ কার্লো আনসেলোত্তির। যদিও চোট সারিয়ে ফেরা ব্রাজিলিয়ান তারকার শুরু থেকে মাঠে নামা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আপফ্রন্টে একঝাঁক তারকা ফুটবলার থাকলেও পিএসজি’র সমস্যা মূলত রক্ষণে। চলতি মরশুমে বেশিরভাগ ম্যাচে ক্লিনশিট রাখতে ব্যর্থ মার্কুইনহোস-কিমপেম্বেরা। ডিফেন্সে শক্তি বাড়াতে সার্জিও র্যামোসকে দলে নেওয়া হয়েছিল। তবে চোটের জেরে বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে কাটাতে হয়েছে স্প্যানিশ তারকা ডিফেন্ডারকে। মঙ্গলবার প্রাক্তন দলের বিরুদ্ধেও তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
পিএসজি’র সম্ভাব্য প্রথম একাদশ: ডোনারুমা, হাকিমি, মার্কুইনহোস, কিমপেম্বে, মেন্ডেস, ভেরাত্তি, গুয়ে, ভিনালডাম, ডি মারিয়া, মেসি ও এমবাপে।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রথম একাদশ: কুর্তোয়া, কার্ভাহাল, মিলিতাও, আলাবা, মেন্ডি, মডরিচ, কাসেমিরো, ক্রুস, আসেন্সিও, বেনজেমা ও ভিনিসিয়াস।