ছবি: সংগৃহীত
আগামী বছরের বিশ্বকাপে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা। গরমের তীব্রতা বিবেচনায় নিয়ে প্রতিটি ম্যাচে দুই অর্ধেই বাধ্যতামূলকভাবে অতিরিক্ত পানি পানের বিরতি রাখা হবে।
ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি অর্ধে ২২ মিনিট খেলার পর রেফারি ৩ মিনিটের পানি বিরতির নির্দেশ দেবেন। ফলে প্রতিটি ম্যাচে থাকছে মোট তিনটি বিরতি—দুই অর্ধের পানি পানের বিরতি এবং প্রথমার্ধের নিয়মিত বিরতি।
এর আগে ‘কুলিং ব্রেক’ নিয়ম ছিল তাপমাত্রা নির্ভর। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর পানি পানের বিরতি দেওয়া হতো। তবে নতুন নিয়মে আবহাওয়া যাই হোক, প্রতি অর্ধের ২২ মিনিটেই বিরতি বাধ্যতামূলক।
বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানান, ২০ বা ২১ মিনিটের মাথায় কোনো চোটজনিত কারণে খেলা থামলে সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগেভাগেও বিরতি ডাকতে পারবেন ম্যাচ অফিসিয়ালরা।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। অনেকে মনে করছেন, এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম টুর্নামেন্ট হতে পারে। তাই আগে থেকেই পানি পানের নতুন নিয়ম ঘোষণা করে প্রস্তুতি নিচ্ছে ফিফা।