এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৩:৫৯ এএম

এ আর রহমানের সাথে পারফর্ম করবেন মমতাজ-মাইলস

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।  ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের সাথে পারফর্ম করবেন বাংলাদেশের মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস। 

বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এ আর রহমানের কনসার্টে মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস পারফর্ম করবেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। এ আর রহমান পারফর্ম করবেন  দ্বিতীয় স্লটে।’

মুজিববর্ষ বা মুজিব জন্মশতবার্ষিকী  উপলক্ষে অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি ২০২০ সালের আয়োজন করার কথা ছিল বিসিবির। এ ছাড়া  এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনেরও সুচি ছিল।  টি-টোয়েন্টিতে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, লোকেশ রাহুল, ক্রিস গেইলের মতো বর্তমান তারকা খেলোয়াড়রা খেলতে তাদের আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়। 

দুই বছর পর সেই উৎসবের কিছু অংশ আলোর মুখ দেখতে গেলেও তারকা খেলোয়াড়রা বর্তমানে জাতীয় দলের ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় ঐ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে ঐ দুটি ম্যাচ আয়োজন করার চেষ্টা করবে।

অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১৪-১৫ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন। বিসিবির নির্ধারিত স্থান থেকে টিকিট কিনবেন তারা।

Link copied!