দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বেশ ভালো অবস্থায় থেকেই শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। পুরো ৯০ ওভারের খেলায় বোনার ৭৪ ও জশুয়া দা সিলভা ২২ রানে ব্যাট করছেন। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহী আর স্পিনার তাইজুল ইসলাম।
টস জিতে বৃহস্পতিবার ব্যাট করতে নেমে শুরুতে প্রথম দিনেই বড় সংগ্রহের আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলের ব্যাটে প্রথম ঘণ্টায় তারা তুলেছিল ৫৫ রান। এরপর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ফিরে পায় লাইন লেংথ। নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঁধে রাখে ব্যাটসম্যানদের।
৩৬ রান করা ক্যাম্পবেলকে এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু দেন তাইজুল। এরপর দলীয় ৮৭ রানাএ মোজলেকে বোল্ড করে দেন আবু জায়েদ রাহী। দলের স্কোর ১০৪ ছুঁতে এবার আঘাত হানেন সৌম্য সরকার। অধিনায়ক ব্রাফেটকে ৪৭ রানের পর তিনি শান্তর তালুবন্দি করেন।
স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতে না হতেই নিজের দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ। ফিরিয়ে দেন প্রথম টেস্টের নায়ক, ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে। চট্টগ্রাম টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়া মেয়ার্স আজ ৫ রানে সৌম্য সরকারের তালুবন্দি হন।
শেষ বিকেলে এনক্রুমাহ বোনার এবং জার্মেইন ব্ল্যাকউডের ৬২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উইন্ডিজ। তবে এই জুটিকে বেশিদূর যেতে দেননি তাইজুল। ফুল টস বলে এগিয়ে এসে ড্রাইভ শট খেলেছিলেন ব্ল্যাকউড (২৮)।
এরপর দিনের বাকি সময়টা কাটিয়ে দেন ১৭৩ বলে ৭৪* রান করা এনক্রুমা বোনার এবং ২০* রানে অপরাজিত থাকেন জসুয়া ডি সিলভা। এই নিয়ে টানা দুই ইনিংসে ফিফটির দেখা পাওয়া বোনারকে কাল শুরুতেই ফেরাতে চাইবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ৯০ ওভারে ২২৩/৫ (বোনার ৭৪*, ব্র্যাথওয়েট ৪৭, ক্যাম্পবেল ৩৬, ব্ল্যাকউড ২৮, জোশুয়া ২২*, মোসেলি ৭, মায়ার্স ৫; রাহী ২/৪৬, তাইজুল ২/৬৪, সৌম্য ১/৩০)।