নেপালে ব্যাটিংটাই পেলেন না তামিম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:১৭ পিএম

নেপালে ব্যাটিংটাই পেলেন না তামিম

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু হয়েছে। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে আজ মাঠে নামেন তিনি। কিন্তু বৃষ্টির কারনে ব্যাটিং করা হলো না তামিমের। সেই সাথে বৃষ্টির কারনে ভাইরাহাওয়ার গ্লাডিয়েটর্স ও পোখারা রাইনোসের ম্যাচটি পরিত্যক্ত হয়।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পোখারা। প্রথম ২৫ বলে ১২ রান তুলে ৫ উইকেট হারায় পোখারা। এরপর ১০ দশমিক ১ ওভার শেষে  বৃষ্টি নামলে  খেলা বন্ধ হয়ে যায়। এ সময়  ৭ উইকেটে ৬৫ রান তুলেছিলো পোখারা।

বৃষ্টি না থামলে পরবর্তীতে  ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আজও তামিমদের খেলা রয়েছে। 

Link copied!