বার্সেলোনায় নতুন মেসি ফাতি!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:০২ পিএম

বার্সেলোনায় নতুন মেসি ফাতি!

প্রায় এক বছর পর ইনজুরি থেকে ফিরেই গোল করলেন আনসু ফাতি। লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইয়ে চলে গেছেন। সেই দশ নম্বর জার্সি পরেছিলেন ফাতি। আর বার্সেলোনা লা লিগার ম্যাচে গতকাল ৩-০ গোলে হারায় লেভান্তেকে।

ম্যাচের অপর দুই গোলদাতা হচ্ছে মেম্ফিস ডিপাই ও ডি ইয়ং। অবশ্য ৬ মিনিটে ডিপাইয়ের করা গোলটি পেনাল্টি থেকে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান করছে। অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। অবশ্য এই মৌসুমে তারা এখনও হারেনি। 

মেসি চলে যাওয়ার পর গোলে বেশ সমস্যায় পরতে হয়েছে বার্সেলোনা। ১৮ বছর বয়সী আনসু ফাতি এখন স্বপ্ন দেখাচ্ছেন বার্সেলোনাকে। মেসি যেমন এই বার্সেলোনার হাল ধরেছিলেন। ফাতি কি পারবেন সেই ভরসা হতে? এমন প্রশ্ন চলছে। ফাতি শুধু বার্সেলোনার নয়। স্পেনেরও প্রাণ। এই কিশোর আশা ও স্বপ্ন দেখাচ্ছে। ওদিকে মেসি আছেন বিপাকে। তিন ম্যাচে প্যারিসের হয়ে গোল করতে পারেননি। টানা ২ ম্যাচ চোটের জন্য বাসে আছেন। মেসির হয়েছে বার্সেলোনা অধ্যায় শেষ আর ফাতির হয়েছে শুরু। দেখা যাক কি হয়। সব প্রশ্নের উত্তর ভবিষ্যতের মাঝে লুকিয়ে আছে। 

ড্রিবলিং ও স্কিলে একদম জাত ফরোয়ার্ড ফাতি। আর কম বয়সের জন্য গতিটাও চমৎকার। গোল করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। মেসির জায়গা নিতে পারবেন তো ফাতি?

Link copied!