মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন?

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ০৯:০৪ পিএম

মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন?

সাকিব ইস্যুতে চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রীতিমতো ক্ষোভ ঝাড়েন। তার কাছে সাকিবের এ সিদ্ধান্তকে ‘চমক’ বলে মনে হয়েছে। নাজমুল হাসান পাপন বলেন, ‘ কেউ যদি কোন ফরম্যাট খেলতে না চায় কোন অসুবিধা নেই। এরপর আর কোন সমস্যা থাকার কথা? এরপর আর এসব করা উচিত না। ক্যাপ্টেন আর কোচ সাকিবের এটা জানে না।

আইপিএল ইস্যুও এসেছে। এ ব্যাপারেও ছক্কা মেরেছেন পাপন। তিনি বলেন,‘মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না। ধরেন আইপিএলেও নেয়া হলো। তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।'

সাকিব বিপিএলে ফরচুন বরিশালে খেলেছেন। সেখানে কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। সুজনের কাছে সাকিব সব শেয়ার করেন। এ ব্যাপারে পাপন বলেন,‘ খালেদ মাহমুদ সুজন এতদিন সাকিবের সাথে ছিল, সব পরিকল্পনা ওর সাথে করে। ও জানে না। ও আকাশ থেকে পড়েছে। ও বলে, ও (সাকিব) ওডিআই খেলবে না বলেছে? এটা কী ধরণের কথা। আমিও তো বুঝতে পারছি না। আমার ব্যক্তিগত ধারণা দুইটা। আমার ধারণা ও মেন্টালি ডিস্টার্ব কোন কারণে সাকিব। দুইদিন সময় নিয়েছে। ভালো কথা। ও মাথা ঠান্ডা করে যেটা বলবে বলবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি আমরা এর উপর ধরে কোন একটা সিদ্ধান্ত নেয়, ধরেন আমরা সিদ্ধান্ত নিলাম ও যেহেতু বলছে খেলবে না, তাহলে আমরা ওকে এ সিরিজে (দ.আফ্রিকা) রাখলাম না। তারপর ও যদি বলে কই আমি তো বলিনি, আমি খেলব না আমি তো যেতে চাইছি, তাহলে কী হবে? সব তো বোর্ডের পেছনে লাগবেন আপনারা (গণমাধ্যম)। তাতে দেশের ক্রিকেটের লাভটা হচ্ছে কি।

Link copied!