মেসি ও রোনালদো মুখোমুখি!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ১২:৩৯ পিএম

মেসি ও রোনালদো মুখোমুখি!

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে (২০২১-২২ মৌসুম)। সেখানে লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইয়ের গ্রুপে (এ) রয়েছে ম্যানচেস্টার সিটি, লিপজিগ ও কাব ব্রাগে। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যাওয়ায় গ্রুপ পর্বেই মেসি- রোনালদোর মহারণ দেখা যাবে। দীর্ঘ ১৫ বছর যে লড়াই চলে আসছে এ দুজনের সেটা থাকছে। আবারো দুই বিশ্বসেরার লড়াই দেখা যাবে। 

অবশ্য রোনালদো পিএসজিতে গেলে সেখানে একসঙ্গে খেলা হতো। কিন্তু সেটা হচ্ছে না। 

বর্তমান চ্যাম্পিয়ন চেলসির গ্রুপে রয়েছে জুভেন্টাস, জেনিথ ও মালমো (এইচ)। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা ও ডায়নামো কিয়েভ ‘ই’ গ্রুপে রয়েছে। আর রিয়াল মাদ্রিদের গ্রুপে রয়েছে ইন্টারমিলান, শাখতান দোনেৎস্ক ও শেরিফ টিরাসপোল। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি আগামী বছর ২৬ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২১-২২ গ্রুপ : 

‘এ’ : ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেই, লিপজিগ, কাব ব্রাগে। 

‘বি’ : অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। 

‘সি’ : স্পোর্টিং, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস। 

‘ডি’ : ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপোল।

‘ই’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ। 

‘এফ’ : ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা, ইয়ং বয়েজ। 

‘জি’ : লিঁল, সেভিয়া, সলসজবুর্গ, ভলভসবুর্গ। 

‘এইচ’ : চেলসি, জুভেন্টাস, জেনিথ, মালমো।  

 

Link copied!