ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারাল পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অবিশ্বাস্য জয় দিয়ে যাত্রা শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় খেলা ছিল। ৬০ হাজার দর্শক ছিলেন গ্যালারিতে। আর স্টেডিয়ামের বাহিরে আরো অনেকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছেন। করোনা মহামারীর মধ্যে বেশ সাহস দেখিয়েছে হাঙ্গেরি।
পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন। প্রতিপক্ষের মাঠে খেলা ছিল। প্রথমার্ধে রোনালদো সহজ দুটি সুযোগ থেকে গোল করতে পারেননি। আর হাঙ্গেরি রক্ষণভাগে বেশ কড়া ছিল। ফলে গোলশূন্য প্রথমার্ধ।
পরের অর্ধেও হাঙ্গেরি দারুণ ছিল। ৮৪ থেকে ৯০ (৯০+২) মিনিটের মধ্যে ৩টি গোল হজম করেছে স্বাগতিকরা। ৮৪ মিনিটে রাফায়েল গুয়েরিয়েরো প্রথম গোল করেন। পেনাল্টি থেকে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন ৮৭ মিনিটে। আর যোগ করা সময়ে রোনালদো আবারো গোল করে স্কোর লাইন নিয়ে যান ৩-০ তে।
পর্তুগালের পরের খেলা জার্মানির সঙ্গে ১৯ জুন। আর ফ্রান্সের সাথে রয়েছে ২৪ জুন।
ইউরোতে রোনালদো ১১টি গোল করে ফেললেন। ৯টি গোল নিয়ে শীর্ষে ছিলেন মিশেল প্লাতিনির সাথে। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১০৬টি। ১০৯ গোল নিয়ে শীর্ষে ইরানের আলি দায়ি।