আইপিএলে দাপট অব্যাহত দিল্লি ক্যাপিটালসের। সোমবার চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় তারা শীর্ষে উঠে এল। ১৩টি খেলে দিল্লির ঝুলিতে ২০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ ১৮।
জয়ের জন্য ১৩৬ রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভালো হয়নি। ওপেনার পৃথ্বী সাউ ১৮ রানে দীপক চাহারের বলে ডু’প্লেসির হাতে ধরা পড়েন। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ শ্রেয়স আয়ারও (২)। তবে অভিজ্ঞতাকে পুঁজি করে শিখর ধাওয়ান দলকে নির্ভরতা জোগানোর চেষ্টা চালান। বেশ ভালোই খেলছিলেন ‘গব্বার’। কিন্তু অধিনায়ক ঋষভ পন্থ চালিয়ে খেলতে গিয়ে ১৫ রানে আউট হতেই দিল্লিকে চাপে পড়ে যায়।
১৫তম ওভারে পর পর দু’টি উইকেট তুলে নেন পেসার শার্দূল ঠাকুর। প্রথমে ফেরান রবিচন্দ্রন অশ্বিনকে (২)। অন্তিম ডেলিভারিতে তাঁর শিকার শিখর ধাওয়ান (৩৯)। যাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও দু’টি ছক্কা। যদিও আশঙ্কা উড়িয়ে শিমরন হেটমায়ার ১৮ বলে ২৮ রানে অপরাজিত থেকে দিল্লিকে জেতান। তবে ১২ রানে তাঁর ক্যাচ না পড়লে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত। ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি (১৩৯/৭)।প্রথমে ব্যাট করে সিএসকে ৫ উইকেটে ১৩৬ রান তোলে। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (১৩) শুরুতে জীবন পেয়েও বড় রান হাঁকাতে ব্যর্থ। ফাফ ডু’প্লেসি ১০ রানে অক্ষরের বলে ধরা পড়েন শ্রেয়সের হাতে। রবীন উথাপ্পাকে ১৯ রানে ফেরান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫ রানে আউট হন মঈন আলি। পর পর উইকেট পতনে চেন্নাইয়ের রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে।
তবে মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিং উপহার দেন অম্বাতি রায়াডু। ৪৫ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৫৫। কিন্তু ব্যাট হাতে অধিনায়ক ধোনি মন ভরাতে পারেননি। ২৭ বলে ১৮ রান করে আভেশ খানের শিকার তিনি। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন তিন রানে।