শুক্রবারে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৪, ২০২৪, ০৬:০৮ পিএম

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

তানজিদ হাসান তামিম বৃহস্পতিবার চট্টগ্রামে অনুশীলন করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার সুযোগ কম ছবি : বিসিবি

টি টোয়েন্টি সিরিজ শ্রীলংকা জিতে নিয়ে ২-১ ব্যবধানে। ওয়ানডেতে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভাল শুরু করেছে। প্রথম ম্যাচটি তারা ৬ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে। শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে। বাংলাদেশ চাইবে জিতে সিরিজ নিশ্চিত করতে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।  

সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে  সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের  আধিপত্যেরই  প্রমান মেলে।

দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে  টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। 

 

Link copied!