আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বোলাররা বিশ্বকাপ জিতবে বিশ্বাস শাদাবের

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২, ২০২৩, ০৮:০৯ পিএম

বোলাররা বিশ্বকাপ জিতবে বিশ্বাস শাদাবের

পাকিস্তানের স্পিন বোলিং অল রাউন্ডার শাদাব খান বলেছেন, ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে রান প্রতিরোধে সক্ষম শক্তিশালী বোলিং ইউনিট সম্পন্ন দলই এবারের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয় করবে। 
বর্তমানে মিডল ওভারে উইকেট সংগ্রহে ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে রয়েছে ২৪ বছর বয়সী এই স্পিনারের নেতৃত্বাধীন পাকিস্তানের স্পিন আক্রমন। 

গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে ৫ ম্যাচে অংশ নিয়ে মাত্র ছয়টি উইকেট শিকার করেছেন শাদাব। এর মধ্যে চারটিই দূর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে। 

ওই আসরে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। তবে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের বোলিং স্বরূপে ফিরবে বলে আশা করছেন শাদাব।  রোববার এক সংবাদ সম্মেলনে শাদাব বলেন, ‘আমার মনে হয় সেরা বোলিং সম্পন্ন দলই এবার বিশ্বকাপ জয় করবে। কারণ টুর্নামেন্টের এই পিচে প্রচুর রান আসবে।’ গত শুক্রবার বিশ্বকাপের প্রথম অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান। দ্বিতীয় গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান। আগামী মঙ্গলবারের ওই ম্যাচটিও অনুষ্ঠিত হবে হায়দারাবাদে। তিনদিন পর ওই ভেন্যুতেই নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে পাকিস্তান। 

Link copied!