এরিকসেনের গোলের রাতে ড্র ডেনমার্কের

বেলিংহ্যামের গোলে সার্বিয়াকে টপকে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৪, ০৩:২৬ এএম

বেলিংহ্যামের গোলে সার্বিয়াকে টপকে গেল ইংল্যান্ড

গোলের পর ইংল্যান্ডের বেলিংহ্যাম। ছবি: এক্স

জুড বেলিংহ্যামের হেড থেকে পাওয়া গোলে ভর করে ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ে শুরু করেছে ইংল্যান্ড। সার্বিয়াকে তারা ১-০ গোলে হারিয়েছে।

গোলব্যবধান আরও বড় হতে পারতো। হ্যারি কেনের হেড অবশ্য ফিরে গেছে ক্রসবার ও সার্বিয়ান গোলকিপারের প্রচেষ্টায়। সার্বিয়া মন জয় করেছে চমৎকার ফুটবল খেলে।

ম্যাচের ১৩ মিনিটে গোল করেন বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের এই তারকার সময়টা ভাল যাচ্ছে। ইউরোর প্রথম ম্যাচেই তিনি গোলের দেখা পেয়েছেন।

এদিকে এই গ্রুপের অপর ম্যাচে ডেনমার্ক ও স্লোভেনিয়া ১-১ গোলে ড্র করেছে। ডেনমার্কে ক্রিস্টিয়ান এরিকসেন গোল করেছেন। যিনি গত ইউরোতে অসুস্থ হয়ে যান মাঠে। সেন্স ছিল না। আবার ফুটবলে ফেরেন তিনি সুস্থ হয়ে। এবার ইউরোতেও খেলছেন তিনি। 

Link copied!