ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা

লুকম্যানের হ্যাটট্রিকে থেমে গেল লেভারকুজেনের জয়যাত্রা

স্পোর্টস ডেস্ক

মে ২৩, ২০২৪, ০৩:০৬ এএম

লুকম্যানের হ্যাটট্রিকে থেমে গেল লেভারকুজেনের জয়যাত্রা

আটালান্টার লুকম্যান হ্যাটট্রিক করে জেতান দলকে। ছবি: এক্স

ডাবলিনে ইউরোপা লিগের ফাইনালে বায়ারলেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন আদেমোলা লুকম্যান। রেকর্ড ৫১ ম্যাচ পর ইউরোপে হার দেখেছে লেভারকুজেন। অবশেষে থেমেছে কোচ জাবি আলোনসোর জয়যাত্রা। 

ফাইনালে ২৬ মিনিটের মধ্যেই দুই গোল করেন লুকম্যান। পরের গোলটি করেন ৭৫ মিনিটে। লেভারকুজেন আর ম্যাচে ফিরতে পারেনি। 

জার্মান লিগে অপরাজিত চ্যাম্পিয়ন লেভাকুজেন। ইউরোপা লিগ জিততে চেয়েছিল তারা । কিন্তু হলো না। 

Link copied!