অক্টোবর ২, ২০২৩, ০৮:৪১ পিএম
মেহেদী হাসান মিরাজ (৭৪) ও তানজিদ হাসান তামিমের (৪৫) লড়াকু ব্যাটিংয়ে গোহাটিতে দ্বিতীয় বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ।
বৃষ্টির জন্য ৩৭ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। আর বাংলাদেশ ৯ উইকেট ১৮৮ রান সংগ্রহ করে। সাকিব আল হাসান বিশ্রামে ছিলেন। তিনি এ ম্যাচে খেলেননি।
সাকিব প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি। সে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল। তিনি সুস্থ হয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক প্রস্তুত রয়েছেন।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। সাকিব কোনো ঝুঁকি নিচ্ছেন না। বিশ্বকাপের ম্যাচ ৯টি। দীর্ঘ বিশ্বকাপের জন্য সতর্ক থাকছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে লিটন ৫, শান্ত ২, মাহমুদউল্লাহ ১৮ রান করেন। ইংল্যান্ডের রিচ টপলে ২৩ রানে ৩ উইকেট নেন।