রংপুর রাইডার্স টাকা পয়সা দেয়নি বলে দাবি করেছেন ইমরান তাহির। আর সেটা একেবারে টেলিভিশন লাইভে।
টসের সময় লাইভ টেলিভিশনে ইমরান তাহির এটি প্রকাশ করেছেন। গ্লোবাল সুপার লিগে খেলা ছিল গতরাতে। সেখানে তিনি ফাঁস করে দেন এই তথ্য।
গ্লোবালে একটি ম্যাচে জয় ও হার রংপুরের। টসের সময় তাহির বলেন,‘ আমি ব্যক্তিগত কারণেও এই ম্যাচটি জিততে চাই। আমি গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি এবং এখনও আমার চুক্তির সব টাকা পাইনি।’
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আজ সকালে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
এতে ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের হিসাবও মেলাতে হবে রংপুরকে।