পোর্ট অফ স্পেনের তামিম ও পুনের তামিম!

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৩, ০৮:৩৫ পিএম

পোর্ট অফ স্পেনের তামিম ও পুনের তামিম!

তামিম ইকবালের প্রথম বিশ্বকাপ ছিল। সেই বিশ্বকাপ ভারতের জন্য দুঃস্বপ্নের ছিল। আর সেটার জন্য বাংলাদেশ ছিল মূল ভূমিকায়। ২০০৭ সালের বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে তামিম জাত চেনান। জহির খানকে ডাউন দ্য উইকেটে যে ছয় মেরেছিলেন তা আর কেউ ভুলবে না কোনোদিন। 

সেবার পোর্ট অফ স্পেনে বাংলাদেশ জেতে। ওই ম্যাচে তামিম ইকবাল ৫৩ বলে ৫১ রান করেছিলেন। সেই তামিম ভয়ঙ্কর ছিলেন। এরপর বাংলাদেশ আর বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি। এই বিশ্বকাপে তামিম খেলতে পারছেন না চোটের জন্য। তার বদলে বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিম খেলছেন। তিনিও বাঁ-হাতি ওপেনার। 

সেই তিনি পুনেতে ভারতের বিপক্ষে ৫১ রান করেন ৪৩ বলে। সেই তামিম ভয়ঙ্কর ছিলেন। এই নতুন তামিমও কম নন। সেটা ওই তামিমের প্রথম বিশ্বকাপ ছিল। এই তানজিদ তামিমেরও এই বিশ্বকাপ প্রথম। তামিম ইকবালের জায়গায় এসে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করলেন তানজিদ হাসান তামিম। 

Link copied!