টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

জয় নিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ০৭:৪৩ পিএম

জয় নিয়ে গেল পাকিস্তান

আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ১২০ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ১৮.৫ ওভারে জয় নিশ্চিত করে ৭ উইকেট হারিয়ে (১১১/৭)। ৩ উইকেটের জয় বাবর আজমদের। সুপার এইটে যেতে পারেনি তারা। দুটি জয় ও দুটি হার নিয়ে চলে গেল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপেও ২০টি দল খেলবে। এ বিশ্বকাপের সুপার এইটে খেলা আট দল। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ভারত ও শ্রীলংকা। ভারত সুপার এইটে আছে। শ্রীলংকা যোগ হলে দল নয়টি। আর আইসিসি র‌্যাংকিংয়ের তিন দল। সেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডও আছে। সরাসরি ১২টি দল যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ।

আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেন ডিলেনি (৩১)। শাহিন ও ইমাদ তিনটি করে উইকেট নেন। আমির এদিন ২ উইকেট পান।

পাকিস্তানের সর্বোচ্চ ৩২ রান বাবর আজমের। শাহিন শাহ আফ্রিদি ৫ বলে ১৩ রান করার আগে বোলিংয়ে তিন উইকেট নেন। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন।  

 

Link copied!