দুবাইয়ে গেলেন আজ

জাকিরের প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৩, ২০২৪, ০২:০৯ পিএম

জাকিরের প্রত্যাশা

দুবাইয়ের পথে যাত্রার আগে জাকির হোসেন। ছবি : ফেসবুক

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার জাকির হোসেন আজ দুবাই গেলেন। সেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে আফগানিস্তানের সঙ্গে। এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

বাংলাদেশ ক্রিকেট দল তিনভাগে দুবাই গেল। শারজায় ৬,৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের সিরিজ। বেশ ঐতিহাসিক মাঠ সেটা। 

জাকির যাওয়ার আগে বলেন,‘ চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি, শারজার উইকেট খুব ভালো হয়। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’ 

Link copied!