আত্মবিশ্বাসী তামিম, খেলছেন না মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

জুলাই ১৬, ২০২১, ০৫:৪৪ এএম

আত্মবিশ্বাসী তামিম, খেলছেন না মোস্তাফিজ

আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচটি টাইগাররা জিতেছে। এবার ওয়ানডে সিরিজে ভাল করতে চান অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে যা বললেন সেটা দ্য রিপোর্টের পাঠকের জন্য তুলে ধরা হলো- 

 

প্রশ্ন : ওয়ানডে সুপার লিগ, বাংলাদেশ দ্বিতীয়, কিন্তু ইদানীং তো জায়ান্টরা হারছে... 

তামিম: ভালো শুরু করাই আমার কাছে কী পয়েন্ট। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। 

 

প্রশ্ন : নেই আর লিটন কি চারে?

তামিম:  ব্যাটিং অর্ডার নিয়ে মনে হয় না আলোচনার বেশি কিছু আছে। এটা এমন এক জিনিস যা দলের জন্য যেভাবে ভালো সেভাবেই সাজানো হয়। লিটন যদি মনে করি চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করি ওপেন করবে, করবে। কাল সকালে ম্যাচ শুরু হলে বুঝতে পারবেন। 

 

প্রশ্ন : আপনার চোটের পরিস্থিতি কেমন?  

তামিম:  আমার চোট এমন পর্যায়ে আছে যে এটা দ্রুত সেরে তোলা যাবে না। এমন নয় যে ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ফিজিও একটা প্ল্যান দিয়েছে। যাদের মেইল করা দরকার তাদেরকে করা হয়েছে। তারা বলেছে পুরোপুরি সেরে উঠতে একটু সময় নিবে। এখন ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে ম্যানেজ করে যতটুকু খেলা সম্ভব। হাঁটুর ইঞ্জুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমি। কাল ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারব। তারপরে নেক্সট আপনারা জানবেন। 

 

প্রশ্ন : মোস্তাফিজের চোটের আপডেট কী?

তামিম:  ওকে ফিজিও দেখছে। ওর খেলার সুযোগ ফিফটি ফিফটি। আজকে আরও ভালোভাবে বুঝতে পারব। তবে এই মুহূর্তে ফিফটি ফিফটি। 

 

প্রশ্ন:  ওয়ানডে সুপার লিগ নিয়ে ভাবছেন?

তামিম:  আমার মনে হয় না বড় কিছু করা দরকার। দ্বিপাক্ষিক সিরিজ হলে অনেক কিছু করা যায়। কিন্তু সুপার লিগ খেলছেন, প্রত্যেক ম্যাচের আলাদা গুরুত্ব আছে। তিনটা ম্যাচেই আমরা সেরা দল খেলানোর চেষ্টা করব। 

 

প্রশ্ন :  মুশফিক চলে গেলেন, মুস্তাও ইনজুরিতে, আপনিও পুরাপুরি ফিট নন, সেরা দল না পাওয়া কতটা চ্যালেঞ্জিং...

তামিম:  আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন, বা মুস্তাফিজের চোট... এগুলো নিয়ন্ত্রণে নেই। এজন্যই ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।

 

প্রশ্ন:  সোহান কি খেলবেন?

তামিম:  সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। একাদশে জায়গা হবে কি হবে না বলতে পারব না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবীদার। সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই... তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। সে যেভাবে ট্রেনিং করছে তা দারুণ। যেকোনো অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে। দলে পজিটিভ ভাইব নিয়ে এসেছে। আমাদের সম্ভাব্য সেরা একাদশই গড়তে হবে। মুস্তাফিজ না থাকলে আমরা দুইজন মূল খেলোয়াড় পাব না। এটা মাথায় রেখে সেরা একাদশই সাজাতে হবে।

প্রশ্ন : জিম্বাবুয়ে কন্ডিশন কেমন দেখছেন?

তামিম:  জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি তবে ৬-৭ বছর আগে। সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে। 

 

প্রশ্ন :  সাকিব ফর্মে নেই, খুব বেশি আশাবাদী হতে পারছেন?

তামিম:  আমি সবসময় আশাবাদী থাকি। আমার কাছে মনে হয় এই পর্যায়ের খেলোয়াড় যেকোনো ম্যাচে যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। হোক ব্যাটিং হোক বোলিং। আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো ক্রিকেটারের উত্থানপতন থাকে। এটা খুব স্বাভাবিক। আমাদের তার ওপর বিশ্রাম রাখতে হবে। যত তাড়াতাড়ি হোক সে ফর্মে ফিরবে, রান করবে, উইকেট পাবে। সে এমন খেলোয়াড়।

 

প্রশ্ন :  রিয়াদের অবসর পরবর্তী পরিস্থিতি, দলে প্রভাব আছে কি না 

তামিম :  না, আমার কাছে মোটেও এমন মনে হয়নি। এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, একে সম্মান জানাতে হবে। এখানে হ্যাংওভার বা হতাশ হওয়ার কোনো কিছু নেই। আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। রিয়াদ ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সাথে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা এক ফোটা চিন্তাগ্রস্ত না। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে। 

 

প্রশ্ন:  জেতার মত অবস্থায় ম্যাচ হার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে, এবার কি ৩ ম্যাচ জয়ের টার্গেট

তামিম:  আমি তো চাইব প্রত্যেক ম্যাচই জিততে। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট। 

 

প্রশ্ন : জিম্বাবুয়ের তরুণদের নিয়ে ভাবনা 

তামিম:  টসের সময়! আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এখন কারণ জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি। এটা আমার কাছেও অবাক লেগেছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন কি নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মত। তাদের অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে। 

 

প্রশ্ন :  এবারের সিরিজ নিয়ে কতটা আশাবাদী। 

তামিম:  আশাবাদী সিরিজ জিতব। কালকের প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

 

 প্রশ্ন : রিয়াদ প্র্যাকটিস ম্যাচে ছিলেন না, টেস্টের পর প্রথম প্র্যাকটিস সেশনেও ছিলেন না। এটার কোনো নির্দিষ্ট কারণ আছে?  

তামিম : না না ভাই কোনো কারণ নেই। টেস্টে পাঁচটা দিন খুব কষ্ট করতে হয়েছে। এজন্য টেস্ট ম্যাচের পরের দিন কেউ প্র্যাকটিসে যায় না। যদি না টেস্ট ম্যাচটা কারও খুব খারাপ যায়। প্র্যাকটিস ম্যাচের সময় উনি বিশ্রাম নিতে চেয়েছেন বা আলাদাভাবে বিশেষ কোনো কাজ করতে চান। কাল অনেক লম্বা সময় নেটে প্র্যাকটিসও করেছেন। এটা তাই উনার ব্যক্তিগত ইচ্ছা ছিল। তবে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকাছে।

Link copied!