জাভির নতুন অধ্যায় শুরু আজ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৮:৪৮ পিএম

জাভির নতুন অধ্যায় শুরু আজ

ক্যাম্প ন্যু’য়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন জাভি হার্নান্ডেজ। আজ লা লিগায় এস্প্যানিয়লের বিরুদ্ধে মাঠে নামছে বার্সেলোনা। এই ম্যাচেই কোচের পদে অভিষেক হতে চলেছে তাঁর। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রয়েছেন বুস্কেতসরা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নক-আউটের রাস্তা যথেষ্ট কঠিন। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়ে আপাতত ফুটবলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাই বড় চ্যালেঞ্জ কোচ জাভির সামনে।

চলতি মরশুমে লায়োনেল মেসি দল ছাড়তেই এক ধাক্কায় কয়েক আলোকবর্ষ পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিদায়ী কোচ রোনাল্ড কোম্যানের আমলে চিরাচরিত পাসিং ফুটবল থেকে সরে এসেছিল তারা। তবে জাভি নিশ্চয়ই সেই ভুল করবেন না। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘চলতি মরশুমে দল প্রত্যাশিত ছন্দে নেই। তবে ঘুরে দাঁড়ানোর সময় শেষ হয়ে যায়নি। এস্প্যানিয়ল ম্যাচ থেকেই সেই কাজ শুরু করতে হবে। পরের সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তার আগে জয়ের পথে ফেরাই প্রথম লক্ষ্য। তবে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে হবে সমর্থকদের।’

 

Link copied!