ফিফার বর্ণবাদবিরোধী কমিটির নেতৃত্বে ভিনিসিয়াস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২৩, ০৩:৩২ এএম

ফিফার বর্ণবাদবিরোধী কমিটির নেতৃত্বে ভিনিসিয়াস

মাঠে বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে লক্ষ্যে রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয়ান তারকা ভিনিসিয়াসের নেতৃত্বে বর্ণবাদ বিরোধী কমিটির ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্পর্শকাতর এই আচরণ রুখতে সর্বোচ্চ শাস্তির প্রয়োগ দেখতে চান ফিফা সভাপতি।

গত মে মাসে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের কাছে বর্ণবাদী মন্তব্যের শিকার হন। চলতি মৌসুমে ২২ বছর বয়সীকে নিয়ে এমন ঘটনা ঘটে দশমবারের মতো। সবশেষ ঘটে যাওয়া বর্ণবাদী আচরণে ফুসে উঠেছে ফুটবল বিশ্ব।

ব্রাজিলীয়ান ফুটবল ফেডারেশনের বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে শনিবার গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। খেলার আগে ভিনিসিয়াস ও ব্রাজিল দলের সাথে বৈঠক করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ নিয়ে ফুটবল হয় না। যথেষ্ট হয়েছে। যখনই এমনকিছু হবে, তখনই ম্যাচ বন্ধ করা উচিত। নিরাপদ পরিবেশের জন্য আমাদের কী দরকার, তা জানতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুবই মনোযোগী। জাতীয় পর্যায়েও প্রতিটি স্তরে পদক্ষেপ নিতে হবে। প্রত্যেককে এ বিষয়টি বুঝতে হবে। আমরা শেষ পর্যন্ত একসঙ্গে এর জন্য লড়াই চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে খেলোয়াড়দের সম্পৃক্ততা বিষয়টি আরও জোরালো করবে। এই ব্যাপারে ভিনিসিয়াসকে খেলোয়াড়দের নিয়ে গড়া কমিটির নেতৃত্ব দিতে বলেছি, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করবে। এমনকি বিশ্বজুড়ে সেই শাস্তি সকল ফুটবল কর্তৃপক্ষ প্রয়োগ করবে।

ফিফা সভাপতি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারের সাথে সমন্বয় করে শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে খেলা এটি আমাদের বন্ধ করতে হবে। বর্ণবাদের একটি অপরাধমূলক কাজ। তাই এখন থেকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ফিফা আইনি পদক্ষেপ নেবে।

তিনি বলেন, এটা আর সহ্য করা সম্ভব নয়। বর্ণবাদীদের চিহ্নিত করা, আটক করা এবং বিশ্বের যেকোনো স্টেডিয়াম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার। আর এজন্য আমাদের স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য এবং সমর্থন প্রয়োজন।

Link copied!