বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে

ক্রীড়া ডেস্ক

মে ৯, ২০২২, ০৯:০৩ এএম

বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে

বাংলাদেশ ক্রিকেট দল রবিবার চট্টগ্রামে পৌঁছে যায়। ১৫ মে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ। আজ থেকে অনুশীলন শুরু হবে। বায়ো বাবলের আর কোনো নিয়ম নেই। তাই কোনো ধরণের সমস্যা হবে না। 

এদিকে শ্রীলংকা ক্রিকেট দল রবিবার দুপুরে এসে ঢাকায় অবস্থান করছে। দেশে টালমাটাল অবস্থার মধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে শ্রীলংকান জাতীয় ক্রিকেট দল। আর্থিক সংকটে পড়া দ্বীপদেশটিতে শুক্রবার ফের জরুরী অবস্থা জারি করেছে রাস্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। এই নিয়ে ৫ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জরুরী অবস্থা জারি হলো দেশটিতে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তুর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৩ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

বিসিবি কর্মকর্তারা জনায়, নির্ধারিত সময়ের প্রায় একঘন্টা পর রবিবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে লংকান খেলোয়াড়দের বহনকারী বিমান। হোটেলে একদিন বিশ্রাম নেয়ার পর আজ মিরপুরের জতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে নামবে লংকান দলটি।

টেস্টে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি অনুশীলন ম্যাচে অংশ নিবে লংকান দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে অনুষ্টিত হবে ওই ম্যাচ। এরপর প্রথম টেস্টে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে শ্রীলংকান ক্রিকেট দল। 

Link copied!