বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজকে সামলাতে পারলো না বাংলাদেশ। ডারবানের কিংসমিডে সর্বনিম্ন রানে অলআউট হয়ে রেকর্ড করলেন টাইগাররা। মাত্র ৫৩ রানে সবকটি উইকেট হারিয়েছে তারা। ২২০ রানের জয়ে ২ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা।
৫৫ মিনিটেই বাংলাদেশের হার ২২০ রানে । শেষ দিনে ২৬৩ রান তুলে জয়ের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই স্বপ্নের করুণ অপমৃত্যু। প্রথম ওভারে মুশফিকুর রহিমের আউট দিয়ে পতনের শুরু, এরপর একের পর এক উইকেটের পতনে বাংলাদেশ ১৯ ওভা অলআউট স্রেফ ৫৩ রানে। দিনের খেলার সমাপ্তি ৫৫ মিনিটেই।
কেশভ মহারাজের হাত ধরেই ম্যাচের ইতি। ১৭ বলে ১৪ রান করে স্লিপে ধরা পড়লেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে উইকেট শূন্য থাকা বাঁহাতি স্পিনার এবার ৩২ রানে নিলেন ৭ উইকেট। ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অলআউট ৫৩ রানে। দক্ষিণ আফ্রিকায় জয় ২২০ রানে।