শাকিলের রেকর্ড, শফিকের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০৫:৩০ এএম

শাকিলের রেকর্ড, শফিকের ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির পর আব্দুল্লাহ শফিক ছবি : টুইটার

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন শাকিল। ক্যারিয়ারের প্রথম ৭ টেস্টেই ফিফটি করা প্রথম ব্যাটার তিনি। এর আগে প্রথম ৬ টেস্টে ফিফটি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, উইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ। এবার সাত টেস্টের টানা ফিফটির ক্লাবে ঢুকলেন শাকিল।

কলম্বোয় শ্রীলংকা ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলছে। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে বুধবার। পাকিস্তান ৫ উইকেটে ৫৬৩ রান তুলে দিন শেষ করে। ৩৯৭ রানের লিড তাদের হাতে। শাকিল ৫৭ রানে আউট হন। আব্দুল্লাহ শফিক ২০১ রান করেন। 

২৭ বছর বয়সী শাকিলের টেস্ট অভিষেক হয় গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলেন শাকিল। 

Link copied!